রাতের আকাশ যেমন চাঁদের আলো Rater Aakash jemon
রাতের আকাশ যেমন চাঁদের আলো Rater Aakash jemon |
প্রিয় স্মুলের ভাই ও বোনেরা সবাই সুন্দর
পরিবেশ বজায় রেখে স্মুলে গান করুন
গান= রাতের আকাশ যেমন চাঁদের আলো
Artist: Channel Mix ZaMaN
Album: Rater Akash Jemon Chander Alo
Released: 2022
Genre: Indian pop
হুম..শুনে না মন কথা শুনে না
মন আমার কোন বাঁধা মানে না
হুম..শুনে না মন কথা শুনে না
মন আমার কোন বাঁধা মানে না
মানে না মন যে মানে না
তুই ছাড়া আর কিছু বোঝেনা
আমি ভালোবাসি তোমাকে
আমি ভালোবাসি তোমাকে
পারলে ও তুমি বেসো আমাকে
হুম..শুনে না মন কথা শুনে না
মন আমার কোন বাঁধা মানে না
রাতের আকাশ যেমন চাঁদের আলো
তোর কথা মনে হলে লাগে ভালো
জ্যোস্না হয়ে তুমি দাওনা ধরা
বাঁচবো না কোন দিনও তোমায় ছাড়া
মানে না এই মন মানে না
তুই ছাড়া আর কিছু বোঝেনা
আমি কাছে ডাকি তোমাকে
আমি কাছে ডাকি তোমাকে
পারলে ছুটে এসো এ বুকে
হুম.শুনে না মন কথা শুনে না
মন আমার কোন বাঁধা মানে না
ঝরনা যেমন মিশে নদীর সাথে
জীবনটা রেখে দিলাম তোমার হাতে
নদীর বুকে যেমন নৌকা ভাসে
থাকবো সারা জীবন তোমার পাশে
হুম..পারবো না থাকতে পারবো না
তুই ছাড়া বাঁচতে পারবো না
আমি কাছে ডাকি তোমাকে
আমি কাছে ডাকি তোমাকে
পারলে ছুটে এসো এ বুকে
হুম.. শুনে না মন কথা শুনে না
মন আমার কোন বাঁধা মানে না
""""""Thanks all friends""""""
Comments
Post a Comment