ভুতের ডিজে গান

ভুতের ডিজে গান

ভুতের ডিজে গান
ভুতের ডিজে গান


(Intro) DJ বুথে বসে ভুত, হাতে তার মিশ্রণের ঝুঁটি। বেস লাইনের তীব্র থ্রিল, ভুতুড়ে সুরে মন ভরিয়ে দিল।

(Verse 1) কবরস্থানে আজ ডিজে পার্টি, মৃতদের আত্মা নাচে আনন্দে। কঙ্কাল, প্রেত, পিশাচ, সবাই মিলে নাচে তালে তালে।

(Chorus) ভুতের ডিজে গান, ভুতুড়ে সুরে মন ভরে। মৃতদের আত্মা নাচে, কবরস্থান আজ ঝলমলে।

(Verse 2) ঝিঝিঝিঝি শব্দে ভেসে বেড়ায়, অন্ধকারে চোখ ঝিকিমিকি। ভয়ের সুরে গান গায় ভুত, মৃতদের আত্মা উল্লাসে ভরে।

(Chorus) ভুতের ডিজে গান, ভুতুড়ে সুরে মন ভরে। মৃতদের আত্মা নাচে, কবরস্থান আজ ঝলমলে।

(Bridge) জীবিতদের ভয় দেখায় ভুত, ডিজে গানে তাদের হুঁশ ফুট। মৃতদের আত্মা আনন্দে নাচে, ভুতুড়ে সুরে মন ভরে।

(Chorus) ভুতের ডিজে গান, ভুতুড়ে সুরে মন ভরে। মৃতদের আত্মা নাচে, কবরস্থান আজ ঝলমলে।

(Outro) রাত গভীর হতে থাকে, ভুতের ডিজে গান থেমে যায়। মৃতদের আত্মা বিদায় নেয়, কবরস্থান আবার নিস্তব্ধতায় ডুবে যায়।

Comments