মানুষ বড়ই স্বার্থপর গানের লিরিক্স - Manush Boroi Sarthopor Lyrics
মানুষ বড়ই স্বার্থপর গানের লিরিক্স - Manush Boroi Sarthopor Lyrics |
অডিও ক্রেডিট:
গানঃ মানুষ বড়ই সার্থপর
কণ্ঠঃ বাউল সুকুমার
কথা, সুর ও সঙ্গীতঃ রোহন রাজ
মিক্স মাস্টারিং: রোহান রাজ
বাঁশি: জালাল আহমদ
গিটার: রাজীব ঘোষ
দোতারা: জালাল
মিউজিক লেবেল: ই-সাউন্ড মিউজিক
প্রযোজনা: নকিব সোহাগ
ভিডিও ক্রেডিট:
সার্বিক সহযোগিতা: আনোয়ার সরদার
অভিনয়ঃ বাউল সুকুমার
পরিচালকঃ জুলকার নাঈন
ডপ: শাকিল আহমেদ
সম্পাদনা ও রঙ: জেএস জিশান
আলো: আরিফুল ইসলাম আরিফ
মেকাপ: ছোটো পলাশ
গ্রাফিক ডিজাইনঃ আশিক আরভ
প্রকাশের তারিখ: 11ই নভেম্বর 2022
উপদেষ্টা ও বিপণন: রাফসান আহমেদ
লিরিক্স:
মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর (২ বার )
অচেনা এক জংলা পাখি
যতন কিইরা বুকে রাখছি
বুকের পাজর ভাইঙ্গা সেজে
সাজায় অন্যের ঘর
সাজায় অন্যের ঘর (২ বার )
মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর (২ বার )
হাসতে শিখায় যেই মানুষটা
তার হাসি নেয় কেরে
সুযোগ পাইলে বিষ ঢেলে দেয়
সাজানো সংসারে (২ বার )
যারে তুমি ভাবো আপন
তারতো নাই তোমায় প্রয়োজন
তোমার বুকে রাইখা মাথা
খুরতাছে কবর রে
খুরতাছে কবর
মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে
যতন কইরা ভাঙ্গেরে অন্তর (২ বার )
দুই দিনেরি দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ
তবুও কেনো স্বার্থের জন্য মানুষ বেইমান (২ বার )
যারে তুমি ভাবো আপন তারতো নাই তোমায় প্রয়োজন
তোমার বুকে রাইখা মাথা
খুরতাছে কবর রে
খুরতাছে কবর
মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর
বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গেরে অন্তর (৩ বার )
Comments
Post a Comment