kajoler cheye kalo lyrics | কাজলের চেয়ে কালো লিরিক্স
kajoler cheye kalo lyrics কাজলের চেয়ে কালো লিরিক্স |
গান: কাজলের চেয়ে কালো
কণ্ঠ: লায়লা ও আকাশ মাহমুদ
কথা: সুরঃ শাহ আলম সরকার
কাজলের চেয়ে কালো লিরিক্স:
আমি যারে বাসি ভালো
কাজলের চেয়ে কালো
আমি যারে বাসি ভালো
কাজলের চেয়ে কালো
হয় না যে তার তুলনা
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না
দিলো না দিলো না, নিলো মন দিলো না
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না
দিলো না দিলো না, নিলো মন দিলো না
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না
আমি যারে বাসি ভালো
কাজলের চেয়ে কালো
আমি যারে বাসি ভালো
কাজলের চেয়ে কালো
হয় না যে তার তুলনা
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না
দিলো না দিলো না, নিলো মন দিলো না
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না
চুল কালো আঁখি কালো
কাজল কালো আরো...
কাজলের চেয়ে কালো কি বলতে কি কেহ পার
চুল কালো আঁখি কালো
কাজল কালো আরো.
কাজলের চেয়ে কালো কি বলতে কি কেহ পার
আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো
আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো
হয় না যে তার তুলনা
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না
বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল
কাশফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল
বক সাদা দুধ সাদা, সাদা কাশফুল.
কাশফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল
আমার বন্ধুর প্রেমের ফুলের দাদা
কাশফুলের চেয়ে সাদা...
বন্ধুর প্রেমের ফুলের দাদা
কাশফুলের চেয়ে সাদা...
আমার ভাগ্যে হলো না।
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না
রক্ত রাঙ্গা গোলাপ রাঙা রাঙ্গা পায়ের আলতা
আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা।
রক্ত রাঙ্গা গোলাপ রাঙা রাঙ্গা পায়ের আলতা
আলতার চেয়ে রাঙা কি জানলে বলো তা।
শাহ আলম সরকার কয় আলতার চেয়েও রাঙা হয়
শাহ আলম সরকার কয় আলতার চেয়েও রাঙা হয়
সোনা বন্ধুর ঠোঁট খানা।
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না
দিলো না দিলো না, নিলো মন দিলো না
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না
আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো
আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো
হয় না যে তার তুলনা ।
দিলো না দিলো না নিলো মন দিলো না
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো
এত যে নিঠুর বন্ধু জানা ছিলো না
Comments
Post a Comment