নেশা করে নেশার পাগল লিরিক্স

নেশা করে নেশার পাগল লিরিক্স 

নেশা করে নেশার পাগল লিরিক্স
নেশা করে নেশার পাগল লিরিক্স


গান: Pagoler Mela (পাগলের মেলা)

গায়কঃ আশিক

কথা ও সুরঃ মোঃ আব্দুল্লাহ কাজী

গিটার ও ম্যান্ডোলিন: শুভেন্দু দাস শুভ

সঙ্গীতঃ অঙ্কুর মাহামুদ


অভিনয়ে: জান্নাত রিফাত, সুমন পাটোয়ারী, আকাশ, শুরভ, মিনহাজ, জাহাঙ্গীর, নবির, বাবু, রিয়াদ, রাজু, মোশাররফ, শামীম ফকির, নয়ন, রানা, ফরহাদ, ফারুক, হালিম, রোমজান।


ডিওপি: জহির রায়হান

সম্পাদনা ও রঙ: বাপ্পি

গ্রাফিক ডিজাইনঃ নাদিয়া

গল্প: ঈগল দল


লেবেল: ঈগল সঙ্গীত

ঈগল টিম দ্বারা পরিচালিত


Lyrics


এই দুনিয়া একটা পাগলের মেলা হায় রে

এই দুনিয়া একটা পাগলের মেলা

ঘরে পাগল, বাইরে পাগল

ঘরে পাগল, বাইরে পাগল

করে শুধু খেলা

এই দুনিয়া একটা পাগলের মেলা হায় রে

এই দুনিয়া একটা পাগলের মেলা


নেশা করে নেশার পাগল

স্বার্থের পাগল ধনী

প্রেমিকজনে প্রেমের পাগল

জ্ঞানের পাগল গুণী হায় রে

জ্ঞানের পাগল গুণী...


নেশা করে নেশার পাগল

স্বার্থের পাগল ধনী

প্রেমিকজনে প্রেমের পাগল

জ্ঞানের পাগল গুণী হায় রে

জ্ঞানের পাগল গুণী

আবার জাত পাগলে ন্যাংটা হয়ে

নাচে সারাবেলা


এই দুনিয়া একটা পাগলের মেলা হায় রে

এই দুনিয়া একটা পাগলের মেলা


নারীর জন্য পুরুষ পাগল

নারী পাগল লোভে

মওলার প্রেমে মুর্শিদ পাগল

কেউ বা পাগল ভাবে


নারীর জন্য পুরুষ পাগল

নারী পাগল লোভে

মওলার প্রেমে মুর্শিদ পাগল

কেউ বা পাগল ভাবে

আবার সবাই পাগল টাকার লোভে

হয়ে আত্মভোলা


এই দুনিয়া একটা পাগলের মেলা হায় রে

এই দুনিয়া একটা পাগলের মেলা


দুনিয়াটা পাগলা গারদ

নিও সবাই জেনে

এই জগতে সবাই পাগল

আমি পাগল গানে হায় রে

আমি পাগল গানে

আবার কতজনে সাজে পাগল

বুকে নিয়ে জ্বালা


এই দুনিয়া একটা পাগলের মেলা হায় রে

এই দুনিয়া একটা পাগলের মেলা

ঘরে পাগল, বাইরে পাগল

ঘরে পাগল, বাইরে পাগল

করে শুধু খেলা

এই দুনিয়া একটা পাগলের মেলা হায় রে

এই দুনিয়া একটা পাগলের মেলা

এই দুনিয়া একটা পাগলের মেলা হায় রে

এই দুনিয়া একটা পাগলের মেলা

Comments